কাজ শুরু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যে নতুন টেকনোলজি নিয়ে কাজ শুরু হয়েছে, তাতে ফিল্ড আম্পায়াররা ভুল করে গেলেও ধরা পড়ে যাবে বোলার 'নো-বল' করেছেন কি না। ইডেনে ভারত-বাংলাদেশ গোলাপি টেস্টে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পরীক্ষামূলক ভাবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তা একই ভাবে প্রয়োগ করা হবে, যাতে এ নিয়ে সকল ভুলত্রুটি শুধরে নেওয়া যায়। 'নো-বল' প্রযুক্তি ব্যবহারের অর্থই হল, তৃতীয় আম্পায়ারের পাশাপাশি ক্রিকেট ম্যাচে আরও এক আম্পায়ারের জন্ম হবে। যার কাজই হবে, 'নো-বল' খতিয়ে দেখা। গতবার আইপিএলে আম্পায়ারদের 'নো-বল' সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমস্যা দেখা গিয়েছিল। অনেক ম্যাচেই প্রাপ্য 'নো-বল' থেকে বঞ্চিত হয়েছে কোনও না কোনও দল। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। যার পর থেকে এ নিয়ে ভাবনা-চিন্তা চলছিল বোর্ডের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct