সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটলো ঢাকায়।দগ্ধ ছাত্রের বাবা মো. কালাম ঢালী গত রবিবার রাতে বাপ্পী ও তানিম নামে দু’জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলার আসামি ২ জনই দগ্ধ মাহফুজ ঢালীর বন্ধু। তাদের বিরুদ্ধে পাওনা টাকার জের ধরে মাহফুজকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপরদিকে, আত্মগোপনে থেকে মামলার বাদীকে আসামি বাপ্পী ও তানিম হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মাহফুজের ভাই মাসুদ ঢালী। বিমান বন্দর থানার ওসি মো. জাহিদ-বিন আলম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে। জানা গিয়েছে, মোবাইল কেনার ৬০০ টাকা পাওনার জের ধরে বকশির চর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র মাহফুজ ঢালীর শরীরে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তার দুই বন্ধু। দগ্ধ অবস্থায় ওই রাতেই তাকে ভর্তি করা হয় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরদিন রবিবার রাতে ভর্তি করা হয় ঢাকার শেখ হাসিনা হাসপাতালে। সেখানে তার অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct