রেজিস্ট্রার্ড চিকিৎসক না হয়েও চিকিৎসার নামে জনসাধারণের সঙ্গে প্রতারণা করায় অলিউর রহমান তোহা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।রাবের অভিযানে আটকের পর তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দণ্ড ঘোষণার পর অলিউর রহমান তোহাকে কারাগারে পাঠানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, সম্প্রতি সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার জনৈক কহিনুর বেগম কথিত চিকিৎসক তোহার কাছে চিকিৎসা নিতে গেলে তার দেওয়া চিকিৎসায় প্যারালাইজড হয়ে যান তিনি। এ ঘটনায় কহিনুরের পক্ষে তার স্বজনরা বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে জানিয়ে প্রতিকার দাবি করেন।পরে রাবের সহায়তায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চন্দ্রমোহন বাজারে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় তোহাকে হাতে নাতে আটক করা হয়। তার চেম্বার থেকে সরকারিভাবে নিষিদ্ধ কিছু ওষুধ উদ্ধার করা হয়। তবে ওই ওষুধ এবং নিজের বৈধ কোনো চিকিৎসা সার্টিফিকেট দেখাতে পারেননি তিনি। এ ঘটনায় চিকিৎসার নামে জনসাধারণের সাথে প্রতারণার দায়ে তোহাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct