ভারতের বায়ুদূষণ নিয়ে সাধারণ মানুষের মতো উদ্বিগ্ন হলিউড তারকা পামেলা অ্যান্ডারসনরাও। সেটা জানতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তিনি বলেন, 'সব সরকারি অনুষ্ঠানে মাংস ও দুগ্ধজাত খাবার বন্ধ করে দিন। দূষণ দূর করতে হলে একমাত্র উপায় নিরামিষ খাবার পরিবেশন করা।' এই চিঠিতে ক্যানাডিয়ান-আমেরিকান অভিনেত্রী লেখেন, 'দিল্লির মারাত্মক বায়ুদূষণে আক্রান্তদের জন্য মনটা খারাপ। শহরটির বাসিন্দাদের মতো প্রাণীদের নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, যারা মুখোশ পরতে কিংবা ভেতরে থাকতে পারে না। তাই প্রধানমন্ত্রীকে আমার পরামর্শ, সব সরকারি অনুষ্ঠানে মাংস ও দুগ্ধজাত খাবার বন্ধ করে দিন। একমাত্র নিরামিষ জাতীয় খাবারই পরিবেশের দূষণ কমাতে সাহায্য করবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct