দীর্ঘদিন হনুমানের উৎপাত।নষ্ট হচ্ছিল ক্ষেতের ফসল। শেষমেশ অতিষ্ট হয়ে নকল বাঘের সাহায্য নিল এক কৃষক। একটি কুকুরকে বাঘ সাজিয়ে আনতে তাতে কাজ হল দিব্যি। ক্ষেতের ত্রিসীমানাতে আর দেখা যায়নি হনুমানের দলকে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের তীর্থহালি তালুকের নালুরু গ্রামে। সেখানে শ্রীকান্ত গৌড়া নামের এক কূষক হনুমানদের ফসল খেয়ে যাওয়া আটকাতে এই অভিনব পদ্ধতি অবলম্বন করলেন। প্রথমে তার মাথায় আসে কী করা যায় । ভাবতে ভাবতে মাথায় আসে বাঘের কথা। তবে আসল বাঘ আর পাবেন কোথায়, তাই নকল বাঘের ব্যবস্থা করেন। প্রথমে একটি বাঘ-পুতুল ব্যবহার করেন। ক্ষেতের কাছে সেটিকে একটি উঁচু জায়গায় দাঁড় করিয়ে দেন শ্রীকান্ত। দেখেন এতে ভালই কাজ হচ্ছে। জমির সামনে ‘বাঘ’ দাঁড়িয়ে থাকতে দেখে ফসলের দিকে ঘেঁসার সাহস পাচ্ছিল না হনুমানগুলো। এই কৌশল দিন দু’য়েক পর অন্য একটি জমিতেও ব্যবহার করেন। সেখানেও একই ফল হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct