মালদা: মালদা চক্রের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ৩৭ তম বার্ষিক শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হলো পাবনা পাড়ার মাঠে। খেলায় সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের মোট দুই শতাধিক শিশু ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। পতকা উত্তোলনের মধ্যে দিয়ে এই শিশু ক্রীড়ার উদ্বোধন করেন স্হানীয় শিক্ষকরা।
খেলায় শিশুদের তিন বিভাগে ৭৫, ১০০, ২০০, উচ্চ লম্ফন ,দৈর্ঘ্য লম্ফন, আলু দৌড়, জিব্ন্যাসটিক্স সহ মৌট ২৮ টি খেলা সম্পন্ন হয়। টান টান উত্তেজনার মধে দিয়ে খেলায় বেশি পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় নিত্যানন্দ পুর প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় ভাটার প্রাথমিক বিদ্যালয়।
খেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয় এবছর রাজ্য সরকার থেকে অঞ্চল শিশু ক্রীড়ার খেলায় ১০০০০ টাকা পেলেও শিক্ষক এই খেলায় শারীরিক ও আর্থিক সাহায্য প্রদান করে আড়ম্বর পৃর্নভাবে করে তুলে। শিশু দামি পুরস্কার সহ প্রত্যেককে মাংসভাত খাওনো হয়। সাহাপুর শিশু ক্রীড়ার খেলার কনভেনার কৌশিক সরকার জানান, "সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ১৭ টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় নিত্যানন্দ পুর প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হয় ভাটার প্রাথমিক বিদ্যালয়। অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র ছাত্রী দের পুরস্কার ও মাংস ভাত খাওয়ার ব্যবস্থা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct