মালদা: মুখ্যমন্ত্রী মালদা সফরে আসার পর থেকে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতায় পুরোদমে ময়দানে নেমে পড়েছে জেলা পুলিশ। সংশ্লিষ্ট থানা এলাকায় বিভিন্ন শিবির করা হচ্ছে। শুক্রবার ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ নিয়ে ‘গান্ধীগিরি’র ভূমিকা নিল হবিবপুর থানার পুলিশ। সংশ্লিষ্ট ব্লকের বুলবুলচন্ডী স্ট্যান্ডে স্কুল পড়ুয়াদের হাত দিয়ে হেলমেটহীন মোটর বাইক চালকদের হাতে তুলে দেওয়া হল গোলাপ। মোটর বাইক চালকের মাথায় হেলমেটও পরিয়ে দেওয়া হয়। হাজির ছিলেন হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখোপাধ্যায় ও হবিবপুর ব্লকের বিডিও শুভজিৎ জানা-সহ অন্যান্য আধিকারিকরাও। মুখ্যমন্ত্রী মালদা সফরে এসে পথ নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তারপর থেকেই সংশ্লিষ্ট থানা এলাকায় পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা চালানো হচ্ছে।