মালদা, ২৯ নভেম্বর : শিক্ষকরা দেরিতে আসায় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে, হরিশ্চন্দ্রপুর থানার রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, প্রায়ই দেরি করে স্কুলে আসেন শিক্ষকরা। মিডডে মিল নিয়েও বিভিন্ন অভিযোগ তোলেন তারা। শুক্রবার স্কুলের প্রধান শিক্ষক দেরিতে আসায় ক্ষোভে ফেটে পড়েন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। তারা বলেন, শিক্ষকরা দেরিতে আসলে ছাত্র-ছাত্রীরা বাইরে ঘোরাফেরা করে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এদিন স্কুলের প্রধান শিক্ষক দেরিতে স্কুলে ঢুকলো তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং স্কুলে তালা ঝুলিয়ে দেন।