বড়দিনের আনন্দ কাটতে না কাটতেই বাবা মায়ের সঙ্গে বাড়ি ফেরার আনন্দে মাতলো বারাসাত কিশলয় হোমের ১৯ জন আবাসিক শিশু ও কিশোর। মঙ্গলবার রাজ্যের নারী ও শিশুকল্যান দপ্তরের মন্ত্রী শশী পাঁজার উপস্থিতিতে ও ব্যাঙ্গালোরের "সাথী " নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ১৯ জন আবাসিক বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। পাশাপাশি এদিন মন্ত্রী কিশলয়ের আবাসিক বাচ্চাদের জন্য আবাসনের মধ্যেই একটি ফুটবল মাঠের উদ্বোধন করেন। কিশলয় হোম সুত্রে জানা গেছে বাবা মায়ের বকুনিতে বাড়ি থেকে পালানো এবং বিভিন্ন যায়গা থেকে হারিয়ে যাওয়া বাচ্চাদের পুলিশ উদ্ধার করে আইন মেনে কিশলয় হোমে পাঠায়। একটি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দেড় মাস ধরে তাদের কাউন্সিলিং করে বাচ্চাদের সমাজের মুল স্রোতে ফেরার উপযুক্ত করে তুলেছিল। তারপই তাদের বাড়িতে বাবা মায়ের কাছে ফেরানোর সরকারি উদ্যোগ নেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct