মালদা,২৮ নভেম্বর : পদত্যাগ চেয়ে রেজিস্টারকে ঘেরাও করে বিক্ষোভ স্থায়ী ও অস্থায়ী কর্মীদের। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের আন্দোলন আজ নবম দিনে পরল।
আজ বৃহস্পতিবারও কর্মবিরতি চলবে জানিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষাকর্মীরা।
উল্লেখ্য, ১৯ নভেম্বর ভর্তি সংক্রান্ত বিষয়ে পড়ুয়াদের হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখে পড়েন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তারপর থেকেই বিভিন্ন মহলে চাউড় হয়ে যায় পদত্যাগ করতে পারেন উপাচার্য। সেই কারণেই তিনি কলকাতা গিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পরের দিন বুধবার থেকেই লাগাতার কর্মবিরতি শুরু করে দেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও স্থায়ী শিক্ষাকর্মীরা। সব মিলিয়ে অচলাবস্থা তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে।
এদিন সন্ধ্যা পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ অবস্থান করে স্থায়ী-অস্থায়ী কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct