মালদাঃ- মালদার আন্তর্জাতিক বাণিজ্যস্থল মোহদীপুর এলাকায় ক্ষমতা প্রদর্শন ঘিরে দুষ্কৃতী দুই গোষ্ঠীর বোমার লড়াইয়ে আহত এক ছাত্র সহ তিন জন। আহতরা মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। থমথমে গোটা গ্রাম।আহতরা হলেন, সুমন ঘোষ(১৮)। মোহদীপুরে উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র মুকুল ঘোষ ও উত্তম ঘোষ। এই তিনজন মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিছে এলাকা জুড়ে বুধবার রাত থেকে শুরু হয়েছে বোমাবাজি। রাতভোর এক টানা বোমাবাজি চলতে থাকে। বৃহস্পতিবার সকালে আবারও শুরু হয় দুই দুস্কৃতি গোষ্ঠীর মধ্যে ক্ষমতা প্রদর্শনের লড়াই। এদিন সকালে বোমার আঘাত লাগে তিন গ্রামবাসীর। ঘটনায় আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন আহতদের পরিজনেরা।এলাকার মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।