আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে রোববার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত সাত বেসামরিক লোক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে এদিন সকালে। প্রাদেশিক সরকারের এক মুখপাত্র একথা জানান।
হেলমান্দ প্রদেশ সরকারের মুখপাত্র ওমর জোয়াক বলেন, আজ সকালে প্রদেশের মার্জা জেলায় একটি মিনিবাস রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার ওপর দিয়ে যাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। তিনি আরো বলেন, বাসটিতে ১০ আরোহী ছিল। বাসের পাশে তিন পথচারীও এই বিস্ফোরণে আহত হয়।
তিনি এই ঘটনার জন্য ‘আফগানিস্তানের শত্রুদের’ দায়ী করেছেন। এই কথায় তিনি তালিবানদের বুঝাতে চেয়েছেন। আফগান সেনারা গত ২৪ ঘণ্টায় ১১৭ রাউন্ড আইইডি বিস্ফোরক নষ্ট করেছে বলে রোববার আফগান প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে।চিনা সংবাদ সংস্থা সিনহুয়া সূত্রে এ খবর জানা গেছে।
উল্লেখ্য, গত ৯ মাসে তালিবানরা বিভিন্ন আইইডি বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা রক্ষীদের নিশানা করে। আর তাতে ২৬৪০ জন সাধারণ মানুষ মারা যায় এবং প্রায় সাড়ে ৫ হাজার মানুষ আহত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct