তৃণমূলের কপালে ভাঁজ ফেলে বাংলায় মুসলিম ভোট ব্যাংকে ধ্বস নামাতে এবার কলকাতায় বিগ্রেড সমাবেশের ডাক দিয়েছেন মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ও সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি । একুশের বিধানসভায় রাজ্যের ২৯৪ আসনে লড়াই করবে এআইএমআইএম। মুসলিম ভোটের ভাগাভাগির যে সম্ভবনা তৈরি হয়েছে তাতে স্বস্তি এসেছে বিজেপিতে। কোচবিহারে তৃণমূলের কর্মীসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াইসির নাম উল্লেখ না করে বলেন, ‘রাজনীতির মধ্যে হিন্দু চরমপন্থার মতই সংখ্যালঘুদের মধ্যেও চরমপন্থা প্রকাশ পাচ্ছে। বিজেপির কাছে ওরা টাকা নেয়। তাদের গোষ্ঠীর নেতারা উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় মিটিং করেছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। এদের কথায় কান দেবেন না।’ হায়দরাবাদের একটি দল এই ধরনের কাজ করে থাকে বলে জানান তিনি। এরপরেই বেজায় চটে গিয়ে পাল্টা টুইট করেন আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘এআইএমআইএম বাংলায় শক্তিশালী হচ্ছে। আমাকে নিশানা করে বাংলার মুসলমানদের আপনি এই বার্তা দিলেন। এই ধরনের মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ও হতাশাই ফুটে উঠেছে।’ জানা গিয়েছে, এআইএমআইএম বাংলায় দায়িত্বপ্রাপ্ত সৈয়দ জামিরুল হাসান বলেন, ‘আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা বিগ্রেড সমাবেশ করব। এই সমাবেশে উপস্থিত থাকবেন আমাদের দলের প্রধান ও সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct