কাশ্মীরে সন্ত্রাস দমনে বড়সড় অভিযান শুরু করতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রথম সেনা, নৌসেনা ও বায়ুসেনাকে একসঙ্গে কাশ্মীরে নিয়োগ করা হয়েছে। আর্মির প্যারা স্পেশাল ফোর্স, নেভির মেরিন কম্যান্ডোস এবং এয়ার ফোর্সের গৌড় বাহিনীকে কাশ্মীরে নিয়োগ করা হয়েছে। প্রতিরক্ষার তিনটি বাহিনীকে মিশিয়ে সম্প্রতি গঠন করা হয়েছে আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশন। এই ডিভিশনকেই এই প্রথমবার নিয়োগ করা হয়েছে কাশ্মীরে। যেসব জায়গা সন্ত্রাসের জন্য কুখ্যাত, সেইসব জায়গাতেই আপাতত কাজ করবে তিন বাহিনী একসঙ্গে। আর্মির প্যারা স্পেশাল ফোর্সের পাশাপাশি খুব শিগগিরই মেরিন কম্যান্ডোস বাহিনীকে কাশ্মীরে সন্ত্রাস দমনে পুরোপুরিভাবে নিয়োগ করা হবে। মেরিন কম্যান্ডোসকে আপাতত উলার লেকের আশপাশে দায়িত্ব দেওয়া হয়েছে। গৌড় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে লোলাব ও হাজিন এলাকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct