ব্যবসায়িক স্বার্থের কারণে বিশ্বের শক্তিধর দেশগুলো কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নীরব রয়েছে। বুধবার এমনই অভিযোগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাক প্রধানমন্ত্রী বলেন, 'ভারত সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শ ও ফ্যাসিস্ট মনোভাব পোষণ করে যার কারণে জম্মু-কাশ্মীরকে এখনো অবরুদ্ধ অবস্থায় রেখেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শই হচ্ছে কাশ্মীরের জনগণের উপরে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করা আর আন্তর্জাতিক সম্প্রদায় তাদের নিজেদের স্বার্থের কারণে নীরব রয়েছে।' গত ৫ আগস্ট ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়। এরপর থেকে এখন পর্যন্ত কাশ্মীরের অচলাবস্থা অব্যাহত আছে বলে অভিযোগ উঠেছে।