আমেরিকার গবেষকরা এমন একটি চরম-পিচ্ছিল টয়লেট তৈরি করেছেন, যার ফলে সারা বিশ্বে প্রচুর পরিমাণে জলের অপচয় রোধ করা যেতে পারে। পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, এই টয়লেটের গায়ে এমন একটি জিনিসের প্রলেপ দেয়া হয়েছে যাতে এতে লেগে থাকা মল-মূত্র পরিষ্কার করতে খুব বেশি জল খরচ করতে হবে না। অর্থাৎ টয়লেটটি এতোই পিচ্ছিল হবে যে এর গায়ে মল লেগে থাকবে না। শুধু তাই নয়, এই আস্তরণের ফলে এর গায়ে ব্যাকটেরিয়া জমতে পারবে না এবং তাতে দুর্গন্ধও কম তৈরি হবে। বলা হচ্ছে, এই পদার্থটি টেফলনের চেয়েও বেশি পিচ্ছিল। তবে মূত্রের কারণে এর পিচ্ছিল গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে এবং প্রায় ৫০ বার ফ্লাশ করার পর নতুন করে প্রলেপ বসাতে হবে। গবেষকরা আশা করছেন, এই আবিষ্কারের ফলে জলের খরচ কমবে। প্রত্যেক দিন সারা বিশ্বে টয়লেট ফ্লাশ করতে গিয়ে খরচ হয় ১৪ হাজার কোটিরও বেশি লিটার জল। নেচার সাসটেইনেবিলিটি নামের একটি সাময়িকীতে এই গবেষণার জানা গিয়েছে, সারা বিশ্বে প্রতিদিন টয়লেট ফ্লাশ করতে যে পরিমাণ জল ব্যবহার করা হয় সেটা আফ্রিকাতে একদিনে যত জল ব্যবহার করা হয় তার চেয়েও ছয় গুণ বেশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct