২৬নভেম্বর, মালদা : গ্রামীন হাসপাতালে প্রসূতির তিন কন্যা সন্তানের সফল প্রসব। মালদার রতুয়া গ্রামীন হাসপাতালে এক মায়ের তিনটি সন্তান সফল প্রসব হওয়ায় খুশি পরিবার থেকে চিকিৎসকেরা। গ্রাম্য এলাকার প্রসূতি মায়েদের বাড়ির বদলে হাসপাতালে আসার অনুরোধ জানিয়েছেন চিকিৎসকেরা।
রতুয়া থানার ভাদো গ্রামের বাসিন্দা আলেপনুর বিবির মঙ্গলবার সকালে হটাৎ প্রসব যন্ত্রনা ওঠে।পরিবারের সদস্যরা তাকে নিয়ে রতুয়া গ্রামীন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথেই একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই প্রসূতি মহিলা। হাসপাতালে নিয়ে আসার পর প্রসূতি বিভাগে নিয়ে যেতে চিকিৎসকদের তথ্যাবোধানে আরো দুটি কন্যা সন্তান প্রসব হয়। তিনটি সন্তান সুস্থ প্রসব হওয়ায় খুশি চিকিৎসকেরা। বর্তমানে তিনটি শিশু ও তার মা সুস্থ রয়েছে।
এপ্রসঙ্গে রতুয়া ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক মাসুদ রহমান জানান, এই হাসপাতালে এই প্রথম তিনটি সন্তান প্রসব হলো। সকলের সুস্থ রয়েছে খুব ভালো লাগছে। কোনোরকম ঝুঁকি না নিয়ে গ্রাম্য এলাকার সমস্ত প্রসূতিরা হাসপাতালে এসে সুস্থ চিকিৎসা ব্যবস্থার সুবিধা গ্রহণ করুক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct