একেবারে বিজেপির ঢঙে মুখ খুললেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আর বরাবরের মতো তিনি ঢাল করলেন সোশ্যাল মিডিয়াকে। এবার তিনি মন্তব্য করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা মিম-এর নেতা তথা হায়দারাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে নিয়ে। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র মতো তাসলিমা নাসরিন আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে তুলনা করলেন বিতর্কিত ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের সঙ্গে। সম্প্রতি বাবরি মসজিদ মামলার রায় নিয়ে ট্যুইট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। এবার একই ইস্যুতে বিজেপি নেতাদের সঙ্গে প্রায় সুর মিলিয়ে মন্তব্য করলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা ও বর্তমানে দিল্লিতে আশ্রয় নেওয়া তসলিমা। আসাদউদ্দিন ওয়াইসিকে জাকির নায়েকের সঙ্গে তুলনা করে ১৯ নভেম্বর ট্যুইটে তাসলিমা লিখেছেন, ‘জাকির নায়েক মৌলবাদের জন্য ধর্মকে ব্যবহার করেন। আর আসাদউদ্দিন ওয়াইসি ধর্মকে ব্যবহার করেন রাজনীতির জন্য। আমরা মৌলবাদীদের শত্রু হিসাবে স্বীকৃতি দেই কিন্তু ধর্মীয় রাজনীতিবিদদের শত্রু হিসাবে স্বীকৃতি দেই না। কারণ তারা ধর্মশাসন প্রতিষ্ঠা করতে গণতন্ত্রকে ব্যবহার করেন।’
উল্লেখ্য, বাবরি মসজিদ মামলার রায় নিয়ে সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, বাবরি মসজিদের বিকল্প জমি মুসলিমদের দরকার নেই। তাদের এমন জমি কেনার ক্ষমতা আছে। লড়াইটা ছিল জমি নিয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct