মালদা ২১ নভেম্বর : হরিশ্চন্দ্রপুরে যানজট মেটাতে উদ্যোগী হল প্রশাসন। বাজার এলাকায় রাস্তা দখল করে বড় যানবাহন ও বাইক, টোটো রাখার ফলে যানজটের সমস্যায় জেরবার হতে হচ্ছে জনসাধারণ থেকে শুরু করে স্কুল পড়ুয়া এমনকি রোগীদেরও। এ নিয়ে প্রশাসনের কাছে সমস্যা মেটানোর দাবিতে সরব হয়েছিলেন এলাকার বাসিন্দারা। তারপর সংবাদমাধ্যমে সমস্যার বিষয়টি প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসল প্রশাসন। বৃহস্পতিবার বণিক মহল কে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানা প্রাঙ্গণে বৈঠক হয়ে গেলল। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনরকম বড় যানবাহন, গাড়ি বাজার, হাসপাতালগামী রাস্তায় ঢোকার উপরে নিষেধাগ্গা জারি করল প্রশাসন। পাশাপাশি রাস্তা দখল করে বালি, পাথর ফেলা হলেও ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ভিডিও অনির্বাণ বস, ও ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন, ব্যবসায়ী সজন আগারওয়ালা, গোপাল ভগৎ, আরো অনেকে হাজির ছিলেন |