গোটা ভারতেই করা হবে এনআরসি। সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ কথা বলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং জৈনদের শরণার্থীর মর্যাদা দেবে ভারত সরকার এ ব্যাপারে সাফ বলে দিয়েছেন। তিনি আরো বলেন, এ ক্ষেত্রে কোন ধর্মকে টার্গেট করা হয়নি। অমিত শাহ’র এই বক্তব্যে অন্তত একটি বিষয় পরিস্কার, তা হলো পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের মুসলমান বাদে বাকীদের কথা বলা হয়েছে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন মুসলিমদের অনুপ্রবেশকারী আর হিন্দুদের নাগরিকত্ব দিতে চায় ভারত সরকার। সংদের ভাষণে নাগরিক সংশোধনী বিল নিয়েও কথা বলেন অমিত শাহ। তিনি বলেন, প্রতিবেশি দেশগুলোতে বৈষম্যের শিকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং জৈনদের ভারতীয় নাগরিকত্ব পাওয়া উচিত। তাই শিগগিরই নতুন নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করা হবে। এনসিপির একজন মুসলিম সংসদ সদস্য মুসলিমদের বাদ দেওয়ার প্রতিবাদ করলে, অমিত শাহ বলেন, এনআরসির আওতায় সবাইকে আসতে হবে আর নাগরিকত্ব সংশোধনী বিল হবে আলাদা। দুটো এক করা যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct