রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে তিন রানে হারিয়ে এসিসি ইমার্জিং টিমস কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় পাকিস্তান। জবাব দিতে নেমে ৩ উইকেটে ২১১ রান তুলে ফেললো শেষ পর্যন্ত লক্ষে পৌঁছাতে পারেনি ভারত। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় পাকিস্তান। জবাবে ২৬৮ রানের জয়ের লক্ষ্যে দলীয় ৪৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। তারপরও অধিনায়ক বিআর শরথের ৪৭, আরমান জাফরের ৪৬ রানের সাথে সানবীর সিং-এর হাফ-সেঞ্চুরিতে ভালোভাবেই লড়াইয়ে টিকে থাকে ভারত। সানবীর ৭৬ রান করেন। এক পর্যায়ে ৩ উইকেটে ২১১ রানে পৌঁছলে জয়ের স্বপ্ন দেখতে থাকে ভারত। কিন্তু এরপরই ছন্দ হারায় ভারতের ব্যাটসম্যানরা। ২৫০ রানে সপ্তম উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। কিন্তু চিন্ময় সুতারের ব্যাটিং দৃঢ়তায় জয়ের জন্য শেষ ১২ বলে ১৫ রান দরকার পড়ে ভারতের। ৪৯তম ওভারে ৭ রান পায় ভারত। তাই শেষ ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৮ রান। কিন্তু ওই ওভার থেকে মাত্র ৪ রান তুলতে পারে ভারত। আগামী ২৩ নভেম্বর টুর্নামেন্টের ফাইনালে লড়বে পাকিস্তান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct