এবার রাশিয়া থেকে যুদ্ধবিমান কিনছে মিশর। আর এই কারণে আমেরিকার কাছ থেকে হুমকিও পেয়েছে তারা। রাশিয়ার সঙ্গে চুক্তি এগিয়ে নিলে কায়রোর ওপর নিষেধাজ্ঞা জারি করার হুঁশিয়ারি দিয়েছে মাকিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দুবাই এয়ার শো’তে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্লার্ক কুপার বলেন, 'মিশর যদি রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিল না করে ভবিষ্যতে তাদের কাছে সামরিক সরঞ্জাম বিক্রিও বন্ধ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও মিশর দীর্ঘ দিনের বন্ধু। বহু বছর ধরে কায়রোকে শত শত কোটি ডলারের আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। মিশরীয় বাহিনীর হাতে রয়েছে মাকিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। যদিও চলতি বছরের শুরুতে রাশিয়ার কাছ থেকে ২০টিরও বেশি এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য ২০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে মিশর। তাতেই আপত্তি জানিয়ে আসছে ওয়াশিংটন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct