সোনিয়া সহ গান্ধি পরিবারের সদস্যদের উপর থেকে এসপিজি নিরাপত্তা তুলে নেওয়ার মঙ্গলবার উত্তাল হয়ে উঠল লোকসভা। এর জেরে কংগ্রেস সদস্যরা বয়কট করলেন লোকসভা কক্ষ। তিন দশকের বেশি সময় ধরে থাকা গান্ধী পরিবারের সদস্যদের তথা কংগ্রেসের সিনিয়র নেতাদের এসপিজি নিরাপত্তা সম্প্রতি প্রত্যাহার করে নেওয়ায় জোর প্রতিবাদ করেন কংগ্রেস সাংসদরা। শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে জবাব চান বিরোধীরা। এদিন লোকসভায় ছিলেন না মোদি।
বিরোধীদের প্রবল স্লোগানের মাঝে কক্ষ ছেড়ে বেরিয়ে যান অমিত শাহ। এর পরপরই ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা।
গতকালসোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেও এ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাট্টা হন কংগ্রেস সাংসদরা। অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে সোচ্চার হয় কংগ্রেস। এর মূল এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া। এ মাসেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, এবার থেকে এসপিজির বদলে জেড প্লাস নিরাপত্তা পাবেন গান্ধী পরিবারের তিন সদস্য সোনিয়া, রাহুল ও প্রিয়াংকা। এর বিরোধিতা করে কংগ্রেস সাংসদরা প্রশ্ন তোলেন, পরিবারের দু’জন সদস্য সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ হারিয়েছেন। তারপরও কিভাবে সেই পরিবারের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিল সরকার।
উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পরের বছরই প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিরাপত্তার জন্য মন্ত্রিসভা সচিবের নির্দেশে বিশেষ বাহিনী ‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ’ (এসপিজি) গঠিত হয়।
পরে ১৯৮৮ সালের ২ জুন সংসদে ‘এসপিজি বিল’ পাস হয়। বর্তমানে ওই বাহিনীতে রয়েছেন তিন হাজারের বেশি সদস্য। নিরাপত্তা নিয়ে তাদের প্রশিক্ষণ বিশ্বের প্রথম সারির বলে ধরা হয়।
এরপর থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী ও ভি ভি আইপিদের ক্ষেত্রে এই নিরাপত্তা দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct