আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অভিষেক হচ্ছে গোলাপি বলের টেস্টে। গত কয়েকদিন ধরেই তাই দিবারাত্রির টেস্টের ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করছেন বতমান বোডসভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, গোলাপি বলের ম্যাচ ক্রিকেটকে নতুন যৌবন দান করবে। এদিন তাঁর কন্ঠে কণ্ঠ না মিলিয়ে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ও প্রাক্তন ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় বললেন, 'টেস্ট ক্রিকেটে দর্শক মাঠে ফেরানোর জন্য গোলাপি বল খুব ভালো সংযোজন। তবে এটাই একমাত্র সমাধান নয়। তবে এটা অনেকগুলো জিনিসের মধ্যে এটাও আমাদের করার বিষয়। শুধুমাত্র যদি আমরা শিশির নিয়ন্ত্রণ করতে পারি গোলাপি বলের টেস্ট ভারতে প্রতি বছরই হতে পারে।বল ভারী হয়ে গেলে বোলারদের জন্য বিষয়টা কঠিন হয়ে যাবে। তখন তো বল সুইংও করবে না...গোলাপি বলে নতুনত্ব আছে। এটা দর্শককে স্টেডিয়ামে আসতে আকৃষ্ট করবে। এই কারণেই এটা দিয়ে মাঠে দর্শক টানার চেষ্টা করতে হবে।’ যদিও তিনি আশাবাদী, গোলাপি বলের ম্যাচ টেস্ট ক্রিকেটে দর্শক ফেরাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct