একটি নয়, দু-দুটো চাঁদ নাচানাচি করে চলেছে সৌরমণ্ডলের অনেক অনেক দূরে থাকা ‘বরফের রাজ্য’ গ্রহ নেপচুনে। একটির নাম ‘নাইয়াদ’। অন্যটি ‘থালাসা’। এমন ঘটনা এর আগে অন্য কোনো সৌরমণ্ডলেও দেখা যায়নি। চাঁদের এই নাচানাচির খবর বেরিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-সাময়িকী ‘আইকারাস’-এ। নেপচুনের এখন পর্যন্ত আবিষ্কৃত ১৪টি চাঁদের মধ্যে সাতটি রয়েছে খুব কাছে। তাদের মধ্যে সবচেয়ে কাছে আছে দুটি চাঁদ। নাইয়াদ আর থালাসা। নাইয়াদ আছে সবচেয়ে কাছে। নেপচুনকে প্রদক্ষিণ করতে সময় নেয় সাত ঘণ্টা। আর থালাসা সময় নেয় সাড়ে সাত ঘণ্টা। কক্ষপথে নেপচুনকে প্রদক্ষিণের সময় নাইয়াদ আর থালাসার মধ্যে দূরত্ব থাকে গড়ে এক হাজার ৮০০ কিলোমিটারের মতো। নাসার জেট প্রপালসান ল্যাবরেটরির সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট জানান, এটি খুবই অভিনব ঘটনা। সৌরমণ্ডলের অন্য কোথাও চাঁদের নাচানাচি এখনো পর্যন্ত দেখা যায়নি।