মালদা: কার্তিক পূজার নির্ধারিত সময় এর একদিন আগেই উদ্বোধন হলো মালদা কৃষ্ণ পল্লী তিন নম্বর ওয়ার্ডের আমরা সবাই সংস্থার কার্তিক পূজা। এই পূজা এ বছরে দশম বর্ষে পদার্পণ। এই দশ বৎসর উপলক্ষে তাই একদিন আগেই উদ্বোধন হলো আমরা সবাই সংস্কার কার্তিক পুজো। উদ্বোধন করলেন ইংরেজবাজার শহরের তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কাকলি চৌধুরী এবং বর্তমান কাউন্সিলর পরিতোষ চৌধুরীর হাত দিয়ে। উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে ছিলেন তারা। শনিবার সন্ধ্যায় সংস্থার সেক্রেটারি গোপাল দত্ত এবং প্রেসিডেন্ট ইন্দ্র মহন্ত। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। তারপর ফিতা কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় কৃষ্ণপল্লী তুলসী মোড় বাজারের কার্তিক পূজা। মৃৎশিল্পী দিব্যেন্দু সাহা তাঁত শিল্প কর্মের মধ্যে কার্তিক ঠাকুর অসুরকে বধ করছে এই রূপ তুলে ধরেছেন। মোবাইল এবং পড়াশোনার চাপে হারিয়ে যাচ্ছে এই কার্তিক পূজার ঐতিহ্য এবং আনন্দ। আগে দেখা যেত প্রতিটা রাস্তার ধারে এবং মোড়ে মোড়ে। এই কার্তিক পূজা হত। আজকের দিনে বিলুপ্ত হতে চলেছে এই ধর্মীয় অনুষ্ঠানের কালচার। সেই দিক দেখে এই সংস্থা ১০ বছর ধরে করে আসছে কার্তিক পূজা। পুজোর কটা দিন বিভিন্ন কালচারাল এবং সামাজিক অনুষ্ঠানের প্রোগ্রাম রাখে এই সংস্থা। এই সংস্থার সদস্য জীবন ঘোষ জানান আমাদের পূজা এবার দশ বছরে পা দিলো। আমরা এই পূজা টা চালিয়ে যাব। আগামীতে আমাদের অনেক ভালো কাজ কর্মের উদ্দেশ্য আছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct