রোহিঙ্গাদের উপর নির্যাতনের দায়ে মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আর্জেন্টিনার আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোহিঙ্গা ও লাতিন আমেরিকান কয়েকটি মানবাধিকার সংস্থা এই মামলা দায়ের করে। রোহিঙ্গাদের উপর নির্যাতনের দায়ে এর আগে মায়ানমারের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিষেধাজ্ঞার কবলে পড়লেও সু চির বিরুদ্ধে এটাই প্রথম পদক্ষেপ। মামলায় সু চি ছাড়াও মায়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইয়াং সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে। ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ নীতিতে মামলাটি করা হয়েছে। এটি এমন একটি আইনি ধারণা যার মাধ্যমে যেকোনো স্থানে ঘটা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে মামলা এবং বিচার করা যায়। আইনজীবী টমাস ওজিয়া বলেন, 'এই মামলায় গণহত্যার সঙ্গে জড়িত অপরাধী, তাদের সহযোগীদের উপর নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছে। অন্য কোথাও মামলার সুযোগ না থাকায় আর্জেন্টিনার আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct