ওসামা বিন লাদেন পাকিস্তানের হিরো ছিলেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। পাশাপাশি জম্মু ও কাশ্মীরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কাশ্মীরি মুজাহিদিনদের পাকিস্তান প্রশিক্ষণ দিতো বলেও স্বীকার করেছেন তিনি।পাকিস্তানের রাজনীতিবিদ ফারহাতুল্লাহ বাবর টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে মোশারফ এসব বিষয়ে খোলামেলা আলোচনা করেন। তবে তিনি কবে এসব কথা বলেছেন তা জানা যায় নি। ভিডিওতে মোশারফকে বলতে শোনা যায়, ‘১৯৭৯ সালে আমরা আফগানিস্তানে ধর্মীয় জঙ্গিবাদ শুরু করি পাকিস্তানের সুবিধার জন্য এবং আফগানিস্তান থেকে সোভিয়েতদের তাড়াতে। আমরা সারা পৃথিবী থেকে মুজাহিদিনদের নিয়ে আসি, তাদের প্রশিক্ষণ দিই এবং অস্ত্র সরবরাহ করি।’মোশারফ আরও বলেন, ‘আমরা তালিবানদের প্রশিক্ষণ দিয়ে তাদের পাঠাই। ওরা ছিল আমাদের নায়ক। হাক্কানি ছিল আমাদের নায়ক। ওসামা বিন লাদেন ছিল আমাদের নায়ক। আয়মান আল-জাওয়াহিরি ছিল আমাদের নায়ক। এরপর বিশ্বের পরিস্থিতি বদলে গেল। দুনিয়া সব কিছুকে অন্য ভাবে দেখতে শুরু করল। আমাদের নায়করা খলনায়ক হয়ে গেল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct