সবমিলিয়ে ৫৪০ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে দিল ফেসবুক। বিভিন্ন সাইবার অপরাধ সংঘটন ও ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে এমন পদক্ষেপ নিয়েছে তারা। ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ভুয়া ও অবমাননাকর অ্যাকাউন্ট চিহ্নিত ও বন্ধ করে দিতে করতে ফেসবুক আমাদের সক্ষমতা বাড়িয়েছে। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। ভুয়া অ্যাকাউন্ট বিরোধী প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে রেকর্ড পরিমাণ অ্যাকাউন্ট মুছে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকে এখনও প্রায় ৫ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। আধুনিক প্রযুক্তি প্রয়োগ করেও এসব ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে মার্ক জুকারবার্গ বলেছন, ‘আমরা ভুয়া কনটেন্ট শনাক্ত করতে কঠোর প্রচেষ্টা চালাচ্ছি। তাই অনেক বেশি ভুয়া অ্যাকাউন্ট ধরা পড়ছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct