ক্যাফেতে গোপন ক্যামেরা বসানোর অভিযোগ প্রায় শোনা যায় নতুন কিছু নয়। পুনের একটি জনপ্রিয় ক্যাফেতে এমনই অভিযোগ উঠেছে। ক্যাফের টয়লেটে গিয়ে আচমকাই সেই গোপন ক্যামেরা নজরে পড়ে এক নারীর। ক্যামেরা দেখার পর প্রথমটায় তিনি রীতিমতো সম্ভিত হয়ে যান।
সেই মুহূর্তে ভয়ে-লজ্জায় কী করবেন তা ঠিক করতে পারছিলেন না। পরে চিন্তাভাবনা করে তিনি ঠিক করেন সকলকে বিষয়টি জানিয়ে সতর্ক করা জরুরি। এর পরই তিনি তার মোবাইল ক্যামেরা থেকে টয়লেটের সেই লুকনো ক্যামেরার কয়েকটি ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে পোস্ট করেন। কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই কুরুচিকর এই কার্যকলাপকে ধিক্কার জানিয়ে একের পর এক মন্তব্য করতে থাকেন। খবরটি ছড়িয়ে পড়তেই ওই এলাকা থেকে কয়েকজন পুলিশে খবর দেন। বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা এই পোস্টের স্ক্রিনশট পুনে প্রশাসনকে ট্যাগ করে টুইট করেন। পুনে প্রশাসনের পক্ষ থেকেও ওই ঘটনায় তদন্তের আশ্বাস দেওয়া হয়।
ওই মহিলা দাবি করেন, ক্যাফের কর্তৃপক্ষকে টয়লেটে লুকনো ক্যামেরার কথা জানাতেই বাকি অতিথিদের বাইরে দাঁড়াতে বলে তড়িঘড়ি ওই ক্যামেরা সরিয়ে নেওয়া হয়। ঘটনার জন্য ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করতে থাকে ক্যাফের কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct