ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সুন্দরবনে পর্যটকদের প্রবেশ আপাতত বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। বনের ক্ষয়ক্ষতি নিরূপণে সোমবার সকাল থেকে কাজ শুরু করেছে বন বিভাগের ৬৩টি ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীরা। বন সংরক্ষক আধিকারিক জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে বন বিভাগের কিছু ক্যাম্প অফিস, পন্টুন, কাঠের জেটি, ওয়াচ টাওয়ার এবং উডেন ট্রেইল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি বা বন্যপ্রাণীর মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। কিছু গাছপালার ডাল ভেঙে গেছে। তিনি আরও জানান, বনের অভ্যন্তরে থাকা ৬৩টি ক্যাম্পের কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছেন। এ অবস্থায় সুন্দরবনে আপাতত পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়া হবে না। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুন জানান, ঝড়ে তাদের আওতাধীন ১৭টি অবকাঠামো ও স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় জলোচ্ছ্বাস না হওয়ার কারণে বন্যপ্রাণীর কোনো ক্ষতি হয়নি বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তিনি জানান, কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct