১৯৮৩ সালের ৮ জুনে কপিল দেবের বীরোচিত অধিনায়কত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। সেদিন ব্যাটে, বলে অনবদ্য পারফরম্যান্স করেছিল কপিল। ওই বিশ্বকাপে বিখ্যাত হয়েছিল কপিলের 'নটরাজ' শট। ১৯৮৩ বিশ্বকাপকে সিনেমার পর্দায় স্মরণীয় করতে চলেছে বলিউড। সিনেমার পর্দায় নটরাজ শট দেখাবেন 'নতুন' কপিল দেব রণবীর সিং! ইনস্টাগ্রামে নটরাজ শটের একটি ছবি শেয়ার করেছেন রণবীর সিং নিজেই। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নটরাজ শট #দ্য রিয়েল কপিল দেব’। নেটিজেনরা বলছেন, ছবি দেখে বোঝার উপায় নেই ইনি আসল কপিল নন। এই ছবির পরিচালক কবীর খান। চরিত্রের প্রয়োজনে হিমাচল প্রদেশের ধর্মশালায় কপিলের সঙ্গে বেশ কিছুদিন অনুশীলন করছেন রণবীর সিং। নিখুঁতভাবে অনুসরণ করেছেন কপিলের স্টেপগুলো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct