অযোধ্যা মামলার রায় নিয়ে সোশ্যাল মিডিয়ার নিজেদের রায় পোস্ট করার অভিযোগে ধরপাকড় শুরু হল উত্তরপ্রদেশে। আদালতে রায় ঘোষণার পর থেকে মোট ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অযোধ্যা মামলার রায় নিয়ে ৩ হাজার ৭১২টি সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে কিছু পোস্ট মুছে দেওয়া হয়েছে। বন্ধও করে দেওয়া হয়েছে বহু অ্যাকাউন্ট। সুপ্রিমকোটের রায় নিয়ে যাতে গুজব না ছড়ানো হয়, তার জন্য সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীর তৎপরতার ওপরও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি ওপি সিংহ। তিনি বলেন, ‘যদি প্রয়োজন পড়ে, রাজ্যের সর্বত্র সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা বসানো হবে, যাতে গুজব ছড়িয়ে কেউ অশান্তিতে ইন্ধন জোগাতে না পারে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct