এবার স্টাইল করে চুল কাটলেই ছেলেদের গ্রেফতার করার হুমাকি দিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। ঢাকার মিলনায়তনে সুনামগঞ্জ এক সভায় এমন মন্তব্য করেন তিনি। এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘চুলের কাট খারাপ দেখলেই সুনামগঞ্জের উঠতি বয়সী ছেলেদের গ্রেফতার করা হবে। এরপর থানায় ডেকে আনা হবে অভিভাবকদের। দিতে হবে মুচলেকা। এরপরই মিলবে মুক্তি।’ উঠতি বয়সী ছেলেদের মোটর বাইক চালানোর বিষয়ে তিনি আরও বলেন, ‘শহরে কমবয়সী ছেলেদের মধ্যে যারা মোটরসাইকেল চালায় তাদের বেশিরভাগ ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজ নেই। কমবয়সী যারা রাস্তায় মোটরসাইকেল চালাবে তাদের পরিবারকে পুলিশ তলব করবে। আমার একশন হবে জনগনের স্বার্থে। রাত ৯টার পর রাস্তায় আড্ডা দেওয়া যাবে না। চায়ের স্টলে আড্ডা দেওয়া যাবে না। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct