অযোধ্যা মামলার রায় শুনেই অসন্তোষের কথা জানিয়েছিলেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরিয়াব জিলানি। ওই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করার কথা জানান জিলানি। কিন্তু বিকেলের দিকে বদলে গেল পরিস্থিতি। রায় নিয়ে শেষপর্যন্ত এক কদম পিছিয়ে এল উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড। উত্তরপ্রদেশে সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাফর ফারুকি বলেন, ‘অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাচ্ছি। রায় মাথা পেতে নিচ্ছে বোর্ড। উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড ওই রায় পুনর্বিবেচনার আবেদন করবে না।’ একই কথা বলতে শোনা গিয়েছে বোর্ডের আইনজীবী সাহিদ রিজভি। রায় বেরনোর পর সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরিয়াব জিলানি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাচ্ছি কিন্তু রায় সন্তোষজনক নয়। রায়ে একাধিক বিষয়ে স্ববিরোধ রয়েছে। বোর্ডের কমিটি রাজি হলে এই রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হবে। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী এটা আমাদের অধিকার।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct