অযোধ্যা মামলার রায় ঘোষণার আগের দিন একসঙ্গে পাঁচ জন আইএএস আধিকারিককে বদলি করে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। একজন আইএএস আধিকারিককে কমিশনারের বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয় অযোধ্যাতে। লখনৌতে যোগি সরকারের পক্ষ থেকে ওই সব বদলির সার্কুলার দেওয়া হয়। পরিকাঠামো ও শিল্পোন্নয়ন দপ্তরের সচিব মহেন্দ্র প্রসাদ অগ্রবালকে অযোধ্যা সার্কেলের স্পেশাল কর্মকর্তা করা হয়েছে। চলতি মাসেই তিনি অযোধ্যার সার্কেল কমিশনারের দায়িত্ব নিয়ে কাজ করবেন। উচ্চপদস্থ আমলাদের মধ্যে আরো চারটি গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। জানা গিয়েছে, বদলি করা হয়েছে পরিবহণ দপ্তরের মুখ্যসচিব অরবিন্দ কুমারকে। তাকে রাজ্যের শক্তি ও অতিরিক্ত শক্তির উৎস দপ্তরের মুখ্যসচিব করা হয়েছে। পরিবহণ দপ্তরে অরবিন্দ কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন রাজেশ কুমার সিংহ। রাজেশ ছিলেন এনআরআই, পাবলিক এন্টারপ্রাইজ দপ্তরের মুখ্যসচিব ও পাবলিক এন্টারপ্রাইজ ব্যুরোর ডিরেক্টর-জেনারেল। রাজেশের পুরনো দপ্তরগএলার দায়িত্বে নিয়ে আসা হয়েছে শক্তি ও অতিরিক্ত শক্তির উৎস দপ্তরের মুখ্যসচিব অলোক কুমারকে। অন্যদিকে, ‘আরইআরএ’ দপ্তরের সচিব আবরার আহমেদকে ‘নমামি গঙ্গে’ এবং গ্রামীণ জল সরবরাহ দপ্তরের বিশেষ সচিব করা হয়েছে। তাকে দেওয়া হয়েছে ‘নমামি গঙ্গে কর্মসূচি’র মিশন ডিরেক্টরের দায়িত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct