বাঙালি নারীর শাড়ির প্রতি ভালোবাসা বেশ পুরোনো। নানা ধরনের, নানা রকমের শাড়ি রয়েছে। সবসময় শাড়ি পরেন এমন নারীদের ক্ষেত্রে রয়েছে সুতি শাড়ি। গরমে আরাম পেতেও অনেকে বেছে নেন এই শাড়ি।
আবার অনেকেই ভাবেন সুতি শাড়ি মানেই ম্যাড়ম্যাড়ে কাপড়। কয়েকবার পরার পরই এর রং নষ্ট হয়ে যায়। কিন্তু এই সুতি শাড়ি যত্ন নিলেই হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুতি শাড়ির যত্ন সম্পর্কেই কিছু তথ্য জেনে নেওয়া যাক-
১। প্রথমবার ধোয়ার সময় হালকা উষ্ণ পানিতে খানিকটা বিট লবণ মিশিয়ে তাতে শাড়িটিকে ১৫/২০ মিনিট ভিজিয়ে রাখুন। এভাবে শাড়ি ধুলে তার রং হবে পাকা।
২। ঘামে ভেজা শাড়ি কখনোই না ধুয়ে রেখে দেবেন না। এতে শাড়িতে ফাঙ্গাস জমে, শাড়ি নষ্ট হয়। পানিতে খানিকটা রিঠা মিশিয়ে তাতে কিছুক্ষণ শাড়ি ভিজিয়ে রেখে দিন। এতে সতেজ ও টিকসই হবে।
৩। প্রতিবার শাড়ি ধোয়ার সময় অবশ্যই তাতে হালকা মাড় দিন।
৪। সময় থাকলে শাড়ি আয়রন করে, হ্যাঙ্গারে ঝুলিয়ে দিন।
ছোটখাটো এই বিষয়গুলো কাজে লাগালেই সুতি শাড়ি দীর্ঘদিন থাকবে সতেজ ও সুন্দর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct