সকালে ঘুম থেকে উঠে বিছানা ছড়ার পর আমরা সবথকে বেশি যে জিনিসটির খোঁজ করে থাকি তা হলো ব্রাশ আর টুথপেস্ট। আমরা সবাই চাই আমাদের দাঁত যেন ঝকঝক করে। আর এই ঝকঝকে দাঁত পেতে আমাদের নিয়মিত দাঁত ব্রাশের করাটা খুব দরকার। কিন্তু জানেন কি এই টুথপেস্ট দিয়েই আরও অনেক ঘরোয়া কাজ করা সম্ভব? চলুন জেনে নিই-
হাত পুড়ে গেছে? খানিকটা পেস্ট পুড়ে যাওয়া অংশে লাগিয়ে নিন। তবে খুব বেশি পুড়ে গেলে এই পদ্ধতি কাজে না লাগিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
নখের রঙ হলদেটে হয়ে গেছে? তাহলে একটু টুথপেস্ট দিয়ে ঘষে নিন। দেখবেন হলদেটে চলে গেছে।
পছন্দের কাপড়ে দাগ লেগে গেছে? দাগ লাগা জায়গাতেএকটু টুথপেস্ট লাগিয়ে রেখে দিন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সাদা টুথপেস্ট ব্যবহার করবেন।
মুখে ব্রণ হলে রাতে ব্রণের ওপর টুথপেস্ট লাগিয়ে ঘুমান। সকালে দেখবেন ব্রণের আকার অনেকটাই ছোট হয়ে গেছে।
রূপা কিংবা জার্মান সিলভারের গয়নার চকচকে করতে একটু টুথপেস্ট দিয়ে ঘষে নিন। এতে উজ্জ্বলতা বাড়াবে।
শুধুমাত্রও দাঁত উজ্জ্বল করা নয়, এসব ছোট ছোট কাজেও ব্যবহার করুন টুথপেস্ট।