জীবনমানের দিক থেকে এগিয়ে থাকায়, মহিলাদের জন্য সর্বোত্তম দেশের শীর্ষে রয়েছে নরওয়ে। ওসলোর জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের মহিলা, শান্তি ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে আসে।
অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের অংশগ্রহণ এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখায় নরওয়েকে সর্বোচ্চ নম্বর দিয়েছে এই সূচক। কর্মসংস্থান, নিরাপত্তা, রাজনীতিতে অংশগ্রহণ ও ব্যাঙ্কে লেনদেনের মহিলাদের ভূমিকা নিয়ে বিশ্বের ১৬৭ দেশের তথ্য অনুয়ায়ী এই তালিকা তৈরি করেছেন গবেষকরা।
মহিলাদের উন্নত জীবনমানের দিকে থেকে দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড, তৃতীয় স্থানে ফিনল্যান্ড ও চতুর্থ স্থানে ডেনমার্কের নাম উঠে এসেছে। মহিলাদের অবস্থার অবনতির জন্য তালিকার সবচেয়ে নিচের দিকে রয়েছে দক্ষিণ সুদান, পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct