সংবাদমাধ্যমকে সেই প্রথম থেকে অবজ্ঞা করেই আসছে ফেসবুক। বিশ্বের নামিদামি সংবাদমাধ্যমের বিজ্ঞাপনের টাকায়ও ভাগ বসিয়ে আসছিল ফেসবুক। এতদিন ধরে এ অভিযোগ নিয়ে বারে বারে সরব হয়েছিল বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল। যদিও নিউজ ট্যাব চালুর মাধ্যমে নিজেদের আগের সেই জায়গা থেকে সরে এলো ফেসবুক। এবার ফেসবুকের কাছ থেকে কোটি কোটি টাকা পাবে সংবাদমাধ্যমগুলো। এখন থেকে ফেসবুক সংবাদমাধ্যমের শুধু খবরের শিরোনাম দেখাবে। মূল খবর পড়তে নিয়ে যাওয়া হবে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের ওয়েবে কিংবা অ্যাপ ভার্সনে। এর জন্য কোনো কোনো সংবাদমাধ্যম ফেসবুকের কাছ থেকে বিরাট অঙ্কের টাকাও পাবে। মোবাইল অ্যাপে শুধু খবরের শিরোনাম দেখা যাবে এমন একটি সেবা চালু করেছে ফেসবুক। খবরের শিরোনামে ক্লিক করলেই সরাসরি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে বা অ্যাপে ঢুকে যাবে। এর ফলে বিভিন্ন সংবাদমাধ্যমের নামে ভুয়া খবরগুলিও ঠেকানো যাবে।