এবার চীনকে হুঁশিয়ারি দিয়ে পরামাণু বোমার কর্মসূচি নিল ভারত। আগে এই কর্মসূচি পাকিস্তানকে লক্ষ্য করে গড়ে তোলা হলেও এখন এর লক্ষ্য হয়ে উঠেছে চীন। ওয়াশিংটনের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস বা এফএএসের বিশেষজ্ঞ হ্যানস এম. ক্রিসটেনসেন এবং রবার্ট এস নোরিস এক গবেষণার রিপোর্টে এমনটাই জানিয়েছেন। তাতে বলা হয়েছে, ১৯৮৭ সাল থেকে এই দুই গবেষক নিউক্লিয়ার নোটবুক প্রকাশ করছেন। কেউ কেউ বলেন, পরমাণু এবং অস্ত্র সংক্রান্ত বিষয়ে তাদের এসব নোটবুককে সবচেয়ে নির্ভরযোগ্য বলে গণ্য করা হয়। ভারতীয় পরমাণু বাহিনী সম্পর্কে চলতি মাসে প্রকাশিত প্রতিবেদনে তারা বলেছেন, চীনের সব জায়গায় আঘাত হানার জন্য ভারতের মধ্য ও দক্ষিণাঞ্চলে ঘাঁটি করা হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র। ভারতে প্লুটোনিয়াম উৎপাদন যা হয় তা দিয়ে দেড় শ থেকে দু শ পরমাণু বোমা তৈরি সম্ভব। এখনও পর্যন্ত ভারত ১২০ থেকে ১৩০টি পরমাণু বোমা তৈরির কাজ শেষ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct