চন্দ্রযান-২ চাঁদের বুকে অবতরণের আগের মুহূর্তেই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই অভিযানই শেষ নয়। অদূর ভবিষ্যতে ফের চাঁদের মাটিতে অবতরণের জন্য অভিযান করবে ইসরো। এদিন এই কথা জানালেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান কে শিভান। দিল্লি আইআইটির সুবর্ণজয়ন্তী বর্ষের সমাবর্তন অনুষ্ঠানে অতিথি ছিলেন ইসরোর চেয়ারম্যান। সেখানে তিনি বলেন, ‘চন্দ্রযান-২ সম্পর্কে আমরা সবাই জানি। বিক্রম সফট ল্যান্ডিং করতে ব্যর্থ হওয়ায় ওই অভিযান সফল হয়নি। চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটার দূরেও অবশ্য সচল ছিল সেটি। এ অভিযান থেকেই বহু তথ্য মিলেছে। অভিজ্ঞতা সঞ্চয়, প্রযুক্তি সম্পর্কে অবগত হওয়া গিয়েছে।এগুলো কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে ফের চন্দ্র অভিযান হবে। আশা করি, তখন সফট ল্যান্ডিংয়ে সফলতা মিলবে।’