দ্য আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের এক প্রতিবেদনে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। সেখানে জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ইয়েমেনের গৃহযুদ্ধে প্রাণহানি হয়েছে অন্তত এক লক্ষ মানুষের। এই এক লক্ষ মৃত মানুষের মধ্যে ১২ হাজার বেসামরিক নাগরিক রয়েছেন। চলতি বছরেই অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে । ২০১৪ সালে মধ্যপ্রাচ্যের দরিদ্রতম দেশ ইয়েমেনে যুদ্ধ শুরু হয়। সেসময় রাজধানী সানা থেকে সরকার হটিয়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা উত্তর ও কেন্দ্রীয় ইয়েমেন দখল করে।২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সেনারা হুথি বিদ্রোহীদের দমনে বিমান হামলা শুরু করে। এতে ধ্বংস হয়ে যায় দেশটির অসংখ্য স্কুল-কলেজ, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপত্য।জবাবে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসিএলইডি ও ইয়েমেন ডাটা প্রজেক্টের সমন্বিত উদ্যোগে যুদ্ধে নিহতদের বিষয়ে সমীক্ষা চালায়।কয়েকটি উৎস থেকে ঘটনার সত্যতা যাচাই করে যুদ্ধে সরাসরি সহিংসতায় নিহতদের এই পরিসংখ্যান তৈরি করে তারা। তাদের এ কাজে অর্থ সহায়তা করেছে আমেরিকা নেদারল্যান্ডস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct