জিনিউজের প্রতিবেদন অনুযায়ী, লসঅ্যাঞ্জেলেস মেট্রো স্টেশনে গান গেয়ে ভাইরাল হয়েছেন এক ভিখারি। তাঁর নাম এমিলি। শূন্য স্টেশনে দাঁড়িয়ে এমিলির অপেরা গান করছিলেন যা সকলের মন জয় করে নিয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, এক যাত্রী ওই স্টেশন দিয়ে যাওয়ার সময় হঠাৎ এমিলির গান শুনতে পান।তখন তিনি এমিলির গান মুঠোফোনে রেকর্ড করেন। পরে তা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পরেই রাতারাতি ভাইরাল হয়ে যায় এমিলির গান। কয়েক মাস আগে ঠিক যেমন ভাইরাল হয়েছিল রানাঘাটের রানু মণ্ডলের গান।
এমিলির অপেরা গানের ভিডিওটি এ পর্যন্ত ১.১৫ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে।তার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঘরও ভরিয়ে দিয়েছেন নেতিজেনরা। গণমাধ্যমকর্মীরা পরে ওই স্টেশনে এমিলির খোঁজে হাজির হন।
৫২ বছর বয়সী এমিলি জানান, তিনি গান না শিখলেও বেহালা ও পিয়ানো বাজানো শিখেছিলেন। মাত্র মাত্র ২৪ বছর বয়সে তিনি রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে চলে যান। কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে তিনি একসময় স্টেশনে ও রাস্তায় গান করে ভিক্ষা করে দিন কাটান।
ভিডিওটি দেখতে লিঙ্কে ক্লিক করুন: https://youtu.be/BISWy5INYPo
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct