এই মুহূতে কাশ্মিরের পরিস্থিতি মোটেও ভালো নয়। এই অবস্থার পরিবর্তনের প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ‘নিয়ন্ত্রিত বৈঠকের’ আগে তার সঙ্গে পঞ্চম আন্তঃসরকার পরামর্শের (আইজিসি) পর এ মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেল। সূত্রের খবর, আইজিসিতে কাশ্মির পরিস্থিতি নিয়ে আলোচনা হয়নি। অবশ্য মরকেল আশাবাদী, তাদের ‘নিয়ন্ত্রিত বৈঠকের’ সময় জম্মু ও কাশ্মির নিয়ে প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে তার পরিকল্পনা শুনবেন। জার্মান সূত্রগুলো মরকেলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই মুহূর্তে কাশ্মিরের পরিস্থিতি টেকসই নয়, ভালো নয়। সন্দেহাতীতভাবেই এর পরিবর্তন ঘটাতে হবে। মাকিন যুক্তরাষ্ট্রসহ বিদেশী কয়েকজন আইনপ্রণেতা গত আগস্টে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর সরকারের বিধিনিষেধ আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশের মধ্যে জার্মান চ্যান্সেলর এই মন্তব্য করলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct