২২ নভেম্বের ইডেনে আন্তজাতিক ক্রিকেট ইতিহাসে নতুন করে নাম লেখাতে চলেছে ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল। সেদিনই কলকাতার মাটিতে প্রথমবারের মতো দিন-রাতের টেস্ট খেলবে দুই দল। এই ম্যাচ আয়োজন নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।এতদিন দিনরাতের টেস্ট খেলার ব্যাপারে বিরাট কোহলির দলকে রাজি করানো না গেলেও, নয়া বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী তা করে দেখিয়েছন এক ঝটকায়। ভারতীয় ক্রিকেট বোডের প্রশাসকরা আগে এই কাজটি না করতে পারলেও, মাত্র তিন সেকেন্ডেই নাকি দিন-রাতের টেস্ট ম্যাচ খেলার সম্মতি অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে আদায় করেছেন সৌরভ। সাইমন টফেলের লেখা ‘ফাইন্ডিং দ্য গ্যাপস’-এর বই প্রকাশ অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, 'প্রায় এক ঘণ্টার কাছাকাছি আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়। প্রথম প্রশ্নটাই ছিল দিন-রাতের টেস্ট নিয়ে। ৩ সেকেন্ডের মধ্যেই বিরাট দিবা-রাত্রির টেস্টের পক্ষে সায় দেয়। অতীতে কী হয়েছিল তা আমার জানা নেই। ফাঁকা গ্যালারিতে টেস্ট ম্যাচ খেলা যে ভালো বিজ্ঞাপন নয়, সেটা হয়তো বুঝতে পেরেছে বিরাট। সেই কারণেই দ্রুত সম্মতি দিয়ে দেয় দিন-রাতের টেস্ট ম্যাচের পক্ষে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct