ইমরান খানের দল যেভাবে নতুন পাকিস্তান গড়তে চেয়েছিলেন, ঠিক সেভাবেই পাকিস্তানকে নতুন রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। এক জনসভায় সমর্থকদের সামনে দেওয়া এক ভাষণে, একটি ব্যর্থ বিদেশনীতির জন্য তিনি ক্ষমতাবান শাসকদের কড়া সমালোচনা করেন তিনি। পাকিস্তানের স্থায়ী বন্ধু আমেরিকাও জাতিসংঘে পাকিস্তানের পাশে থাকেনি বলে অভিযোগ করে মাওলানা বলেন, 'ইমরান খানের বোকামির জন্য পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারত আপনার শত্রু, আফগানিস্তান ও ইরানও ক্ষেপে আছে। চীনারা হতাশ। আপনি এখন কোথায় দাঁড়িয়ে? আপনার পররাষ্ট্র নীতি কি?' তিনি আরও বলেন, 'ইমরান খান প্রধানমন্ত্রী থাকায় ভারত খুশি হয়েছে। তার কারণেই ভারত কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিতে পেরেছে।' উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবিতে আজাদি মার্চে ইমরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতূত্বাধীন সমথকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct