মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জেরুসালেমকে ইসরাইলি রাজধানী ঘোষণার বিরুদ্ধে খসড়াপ্রস্তাব অনুমোদিত হল বৃস্পতিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশনে৷ রাষ্ট্রসংঘ বাতিল করে দিল ট্রাম্পের জেরুসালেম নিয়ে সিদ্ধান্ত৷ যদিও অামেরিকা হুশিয়ারি দিয়েছিল যদি ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে যায় কোনো দেশ তাহলে তার ফল ভাল হবে না৷ কিন্তু ট্রাম্পকে উপেক্ষা করেই রাষ্ট্রসংঘের বিশেষ অধিবেশনে বেশিরভাগ দেশই ভোট দিল৷ ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিয়েছে ১২৮টি দেশ৷ অার বিপক্ষে পড়েছে ৯টি ভোট৷ তবে ৩৫টি দেশ ভোটে অনুপস্থিত ছিল৷
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ১৯৩টি সদস্যের মধ্যে অারব দেশগুলি বিশ্বের কাছে অার্জি জানিয়েছিল যাতে জেরুসালেমকে ফিলিস্তিন রাজধানী হিসাবে মানে৷ অার ট্রাম্পের ঘোষণা খারিজ করে৷ এরপর বুধবার রাষ্টরসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত নিকি হালি হুমকি দিয়েছিলেন যারা ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেবে তাদেরকে নজর রাখা হবে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct