রাশিয়ার একজন বিজ্ঞানী সম্প্রতি ঈগল পাখি নিয়ে গবেষণা শুরু করেন।এই গবেষণা কাজের জন্য ফোন বিল দিতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।গবেষণায় ১৩টি ঈগল পাখির পায়ে তাদের গতিপথ দেখার জন্য ‘ট্র্যাকিং ডিভাইস’ বসিয়েছিলেন এই গবেষক। যে ডিভাইস তার মোবাইল ফোনে টেক্সট মেসেজ পাঠায়। রাশিয়া ও কাজাখস্তান থেকে পাখিগুলোর গতিপথের ওপর নজর রাখা শুরু করেন তিনি। তবে সমস্যা হচ্ছে পরিযায়ী এই ঈগল পাখিগুলোর মধ্যে একটি মহিলা ঈগল শুধু রাশিয়া ও কাজাখস্তানের সীমান্ত পর্যন্ত উড়েই ক্ষান্ত হয়নি। সে সুদূর আফগানিস্তান ও ইরান পর্যন্ত উড়েছে।আর তাতেই বিপদে পড়েছেন ওই বিজ্ঞানী। দেশের ভেতরে এক রকম, তবে দেশের বাইরে গেলে সিম যখন রোমিং করা হয়, তখন চার্জ আরোপ করে বিশ্বের সব মোবাইল ফোন কোম্পানি। কাজাখস্তানে এসএমএস খরচ হিসেবে দিতে হয় ২ থেকে ১৫ রুবল পর্যন্ত। কিন্তু ইরান থেকে রোমিং চার্জসহ সেটি গিয়ে দাঁড়ায় ৪৯ রুবল। ‘ওয়াইল্ড অ্যানিমেল রিহ্যাবিলিটেশন সেন্টার’ নামের স্বেচ্ছাসেবক সংস্থার এই বিজ্ঞানী ও তার সঙ্গীরা আর কোনো উপায় অন্তর না দেখে ফেসবুকের মাধ্যমে অর্থ সহায়তা চেয়ে আবেদন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct