আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর প্রস্তাব পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ২৩২টি, আর বিপক্ষে যায় ১৯৬টি ভোট। তবে প্রতিনিধি পরিষদের ভোটে প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন রিপাবলিকানরা। অন্যদিকে ডেমোক্রেটরা বলছেন, সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রশ্নে ভোট গ্রহণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর প্রশ্নে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোটাভুটি হয়। রিপাবলিকান সদস্যদের বিরোধিতার পরও প্রস্তাবটি পাস করে করে প্রতিনিধি পরিষদ। ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের পক্ষে ভোট পড়ে ২৩২টি, আর বিপক্ষে পড়ে ১৯৬টি ভোট। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর পথে আর কোন বাধা থাকলো না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct